ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
না.গঞ্জে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সবুজ (২৪) নামে এক চালককে খুন করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার (৯ মার্চ) ভোরে উপজেলার তিলচন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

সবুজ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনরা জানান, সোমবার (৮ মার্চ) দিনগত রাত ৮টার দিকে তার সঙ্গে শেষ কথা হয়। বাড়িতে না ফেরায় রাত ১০টার দিকে সবুজ ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। মঙ্গলবার ভোরে স্থানীয় লোকজন তিলচন্দী এলাকায় পাকা রাস্তার পাশে হাত, পা ও মুখ বাধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে হাত, পা ও মুখ বেঁধে শ্বাসরোধে সবুজকে খুন করে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। এ ব্যপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।