কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে শ্যালো ইঞ্জিনচালিত আলম সাধুর (স্থানীয় নাম) ধাক্কায় মনিকা খাতুন (৮) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৯ মার্চ) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা-পোড়াদহ সড়কের অঞ্চনগাছী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মনিকা খাতুন ওই এলাকার মুন্নাফ মালিথার মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার সময় মনিকা মাদ্রাসা থেকে বের হয়ে তার বাবার মুদিখানার দোকানে যায়। এসময় তার বাবাকে না পেয়ে আবার মাদ্রাসায় ফিরে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে একটি আলম সাধু তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. জেরিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
আরএ