ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
ঘাটাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জামুরিয়া ইউনিয়নে হরিপুর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিথী দেব নাথ (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিথী উপজেলার আনেহলা ইউনিয়নের সাঙ্গালিয়া পাড়া গ্রামের ভবতোষ দেব নাথের স্ত্রী। তারা পরিবার নিয়ে হরিপুর বাসা ভাড়া থাকতেন।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার জামুরিয়া ইউনিয়নের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের হরিপুর নামক স্থানে বিথী দেব নাথ রাস্তা পার হওয়ার সময় ঘাটাইল থেকে ছেড়ে আসা চাল বোঝাই (ঢাকা মেট্রো২০-১২৪৮) ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।