সাভার (ঢাকা): সাভারে ট্রাকচাপায় ওমর ফারুক (৩০) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১২ মার্চ) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাতদরগাহ গ্রামের চান মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি কনস্ট্রাকশন ফার্মের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে সাভার থেকে ঢাকায় ফিরছিলেন ওমর ফারুক। পথে আমিনবাজারে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা ওমর ফারুককে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসআই