ব্রাহ্মণবাড়িয়া: পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের সংঘর্ষে ফায়েজ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১৫ জন।
শনিবার (১৩ মার্চ) সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জোনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঈনুল ইসলাম জানান, নিমবাড়ি গ্রামের শাক্কু মিয়ার সঙ্গে একই গ্রামের রতন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় ফায়েজ মিয়া নিহত হন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
আরএ