ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় গাজীপুরে একজন গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় গাজীপুরে একজন গ্রেফতার 

গাজীপুর: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় গাজীপুরে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (১২ মার্চ) দিনগত রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ব্যক্তি হলেন- গাজীপুরের জয়দেবপুর থানাধীন জানাকৈর এলাকার মৃত হাসমত আলীর ছেলে বাবুল হোসেন খান (৪১)।  

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মিত্র জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় মনির হোসেন সুমন নামে এক যুবক বাদী হয়ে শুক্রবার (১২ মার্চ) রাতে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় বাবুল হোসেন খানকে আসামি করা হয়। পরে অভিযান চালিয়ে মামলার আসামি বাবুল হোসেন খানকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার (১৩ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১ 
আরএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।