মৌলভীবাজার: শ্রীমঙ্গল উপজেলার শহরতলী সেন্ট্রাল রোডের ব্যবসায়ী লক্ষণ পাল (৪০) রাজনগর উপজেলায় গিয়ে দুর্বৃত্তদের হাতে প্রাণ হারিয়েছেন।
শনিবার (১৩ মার্চ) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম।
তিনি বলেন, শনিবার ভোরে রাজনগর উপজেলা পরিষদের সামনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা। পরে বিষয়টি পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করা হয়। তার কাছ থেকে টাকা-পয়সা নেওয়ার জন্য ছিনতাইকারীরা এ ঘটনা ঘটাতে পারে।
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক কামাল হোসেন বাংলানিউজকে বলেন, প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। তারা নিশ্চিত করছে অনাকাঙ্খিত খুনের রহস্য যত দ্রুত সম্ভব বের করার।
ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
বিবিবি/কেএআর