ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত ফাইল ফটো

টাঙ্গাইল: টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. নজরুল ইসলাম (৫০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী।

শনিবার (১৩ মার্চ) দুপুরের দিকে জেলা সদর উপজেলার গালা ইউনিয়নের বিল মাগুড়াটা মনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত নজরুল ওই উপজেলার মগড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ছোট বাসালিয়া গ্রামের ইনছান আলী ছেলে।

স্থানীয়রা জানায়, ইউপি সদস্য নজরুল মোটরসাইকেলে করে টাঙ্গাইল শহর থেকে তার গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে গালা ইউনিয়নের বিল মাগুড়াটা মনতলা এলাকায় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউপি সদস্য নজরুল নিহত হন। এ সময় অপর মোটরসাইকেলের দু’জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নবীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ টাঙ্গাইল হাসপাতাল মর্গে রাখা আছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।