ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ৯৮ পিস ফেনসিডিলসহ সোহেল রহমান (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার (১৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে কমলাপুর স্টেশন থেকে তাকে আটক করা হয়।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বাংলানিউজকে জানান, সোহেল একটি ট্রেন যোগে কমলাপুর স্টেশনে এলে গোপন তথ্যর ভিত্তিতে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৯৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছে। বিস্তারিত জানান চেষ্টা চলছে।
আটক সোহেলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মাজহারুল।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এজেডএস/আরআইএস