ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে ককটেল বিস্ফোরণে ব্যবসায়ী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
মুন্সিগঞ্জে ককটেল বিস্ফোরণে ব্যবসায়ী নিহত 

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে দেলু বেপারি (৪৪) নামে এক ব্যক্তির নিক্ষেপ করা ককটেল বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন তার চাচাতো ভাই জালাল বেপারি (৪৫)।  

শনিবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নতুন আমঘাটা গ্রামে এ ঘটনা ঘটেছে।

জালাল বেপারি নতুন আমঘাটা গ্রামের গণি বেপারির ছেলে।

পুলিশ বলছে, আলু পরিবহনের জন্য স্থানীয়ভাবে পরিচিত ট্রলি গাড়ির সিরিয়াল নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক রা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. মাহফুজ আফজাল বাংলানিউজকে বলেন, জমি থেকে আলু পরিবহন করতে স্থানীয়রা 'ট্রলি' নামে একটি যান ব্যবহার করে থাকেন। জালাল ব্যাপারি ও দেলু ব্যাপারি দুপক্ষ আলু পরিবহনের ট্রলি নিয়ন্ত্রণ করেন। সেই ট্রলির সিরিয়াল নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দেলু ব্যাপারি তার চাচাতো ভাই জালাল ব্যাপারির শরীরে ককটেল নিক্ষেপ করলে মাথায় বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় কম-বেশি আহত হয়েছেন স্থানীয় তিন জন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অভিযুক্তরা পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।  

তিনি আরো বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।