ঢাকা: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যৌথ প্রচেষ্টা চালাতে হবে এবং তরুণেরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে নতুন ও উদ্ভাবনী চিন্তাভাবনায় গতিশীলতা এনে দিতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইয়ুথ লিডারশীপ সেন্টার আয়োজিত গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিট-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন।
বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার আয়োজিত সামিটের ফলস্বরূপ ছয়টি মহাদেশের তের থেকে চব্বিশ বছর বয়সী পাঁচশ তরুণ বিশ্বব্যাপী যুব প্রতিশ্রুতি চালুকরণের মাধ্যমে বিশ্ব জলবায়ু বিপর্যয় এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন জেনে স্পিকার আনন্দ প্রকাশ করেন।
বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের গভার্নিং বোর্ড মেম্বার ফারজানা কাশফির সঞ্চালনায় বক্তব্য রাখেন সামিটের প্রধান উপদেষ্টা ডার্বি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য স্যার ক্রিস্টোফার বল। স্যার ক্রিস্টোফার বল ও তাঁর স্ত্রীকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উদ্ভাবনী ধারণা প্রদানকারী ও ইভেন্ট বিজয়ী বারোজন অগ্রসর তরুণ ব্যক্তিত্বকে স্কলারশিপ দেওয়ার জন্য স্পিকার অভিনন্দন জানান।
স্পিকার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন মহাদেশের তরুণদের একত্রিত করে তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার দক্ষতা তৈরি এবং প্রয়োজনীয় জ্ঞান ও সরঞ্জাম সরবরাহের মাধ্যমে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় যোগ্য করে গড়ে তুলতে এই ইভেন্ট আয়োজন করার জন্য বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারকে ধন্যবাদ জানান।
স্পিকার বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব নিরূপক সূচক-২০১৯ অনুযায়ী ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৭ম, এই ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ডেলটা প্লান-২১০০’ হাতে নিয়েছেন। জলবায়ু পরিবর্তনে প্রভাবিত ৪৮টি ঝুঁকিপূর্ণ দেশের সমন্বয়ে গঠিত ফোরামের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ অনুযায়ী বাংলাদেশ জলবায়ুর প্রভাব মোকাবিলায় কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের সভাপতি ইজাজ আহমেদ সমাপনী বক্তব্য শেষে সবাইকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসকে /এইচএডি/