ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বছরের প্রথম জিএমএম করলো জেসিআই ঢাকা ওয়েস্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
বছরের প্রথম জিএমএম করলো জেসিআই ঢাকা ওয়েস্ট জেসিআই ঢাকা ওয়েস্টের সদস্যরা

ঢাকা: ২০২১ সালের প্রথম সাধারণ সভা (জিএমএম) ও চেইন হস্তান্তর অনুষ্ঠান করলো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) বাংলাদেশের আঞ্চলিক অধ্যায় জেসিআই ঢাকা ওয়েস্ট (পশ্চিম)।

গত শুক্রবার (১২ মার্চ) ঢাকার একটি হোটেলে জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল কমিটি ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেসিআই ঢাকা ওয়েস্টের বর্তমান লোকাল প্রেসিডেন্টের কাছে চেইন হস্তান্তর করেছেন সাবেক লোকাল প্রেসিডেন্ট।

স্বেচ্ছাসেবী সংগঠনটির লোকাল চ্যাপ্টার থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও তারা সফলভাবে সদস্যদের নিয়ে সাধারণ সভা করেছে। এই আয়োজনের মাধ্যমে মূলত চলতি বছরের নানা কর্মকাণ্ড ও বাজেট পর্যালোচনা করা হয়েছে। এছাড়া লোকাল কমিটি তাদের বছরের কর্ম পরিকল্পনা পরিবেশন করেছে।

সভায় উপস্থিত ছিলেন- জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট, ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট ত্বহা ইয়াছিন রমাদান, সাবেক লোকাল প্রেসিডেন্ট সৈয়দ মুসায়েব আলম, লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল, চ্যাপ্টার মেন্টর মাহামুদ উন নবী, জেসিআই বাংলাদেশের পাবলিকেশন কমিটি চেয়ার মেহেদী হোসেন, জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল সাফি ও লোকাল বোর্ড মেম্বারসহ চ্যাপ্টারটির অর্ধশতাধিক সদস্য।

উল্লেখ্য, জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের একটি আন্তর্জাতিক সংগঠন, যারা সমাজে সক্রিয় থেকে সমাজকে মানসম্মত করতে ও বদলে দিতে বিশেষ ভূমিকা রাখে। জেসিআই কাজ করে দক্ষতা, জ্ঞান ও বুদ্ধি বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে, যার মাধ্যমে সমাজের সঠিক নাগরিক হিসেবে তরুণ সমাজ তার দায়িত্ব পালন করতে পারে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।