ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে হবে’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে হবে’  ফেনী সদর উপজেলার ফাজিলপুরের কৃতি সন্তানদের সংবর্ধনা। ছবি: বাংলানিউজ

ফেনী: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম. শাহজাহান বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের অবস্থান থেকে নিজের দায়িত্ব পালন করতে হবে।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার (১৩ মার্চ) দুপুরে ফেনী সদর উপজেলার ফাজিলপুরের কৃতি সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখা করে শুধুমাত্র সার্টিফিকেট নয়, জ্ঞান অর্জন করতে হবে। ভবিষ্যতে নিজেকে দেশের সেবার জন্য, নিজের এলাকার মানুষের সেবার জন্য প্রস্তুত করতে হবে। লেখাপড়ার নাম করে কলেজে গিয়ে অনেকে রাজনীতি শুরু করে পড়ালেখা করে না। তিনি ছাত্রজীবনে পড়ালেখার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের মনের মধ্যে জীবনের উদ্দেশ্য বড় রাখতে হবে, তাতে করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তিনি সকল অভিভাবকদের উদ্দেশ্য বলেন, সন্তানদের আদর স্নেহ দিয়ে বুঝিয়ে তারা যে কাজে পারদর্শী তাদেরকে সেসব কাজে অনুপ্রাণিত করার আহ্বান জানান।  

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ফেনী সদর উপজেলার ফাজিলপুরের কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে অসহায় ও দুস্থদের মধ্যে হুইল চেয়ার ও সেলাই মেশিন প্রদান করা হয়।

শনিবার ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম. শাহজাহান।

ফাজিলপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান মজিবুল হক রিপনের সভাপতিত্বে সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ টি এম সাখাওয়াত হোসেন, এনডিসি এএফডব্লিউসি পিএসসি বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন শামীম, টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুল আলম, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব মো. সাইদুজ্জামান, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ষোলশহর চট্টগ্রামের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. রফিকুল হায়দার, মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মাহবুব সরফরাজ নীলিম, নোয়াখালী সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খালেদ মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ইথিকা তানজিন, ফেনী জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি কনসালটেন্ট ডা. মো. মতিউর রহমান সাগর, বাংলাদেশ পুলিশ একাডেমির এডভাইস এবং আন্তর্জাতিক প্রশিক্ষণের এসপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন, হবিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন রুবেল, কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. ফারহানা আলম লিজা, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্লিনিক এন্ড প্যাথলজি বিভাগের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডা. মোহাম্মদ এরশাদ উল্লাহ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ ঢাকার জ্যেষ্ঠ প্রভাষক ডা. আল মাহমুদ বিন আলম, মহাখালী ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারের সহকারী সার্জন ডা. বাসিক মিফতাহুল পাইকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফি বিভাগের প্রভাষক তাসফিয়া হামিদ, কাকরাইল কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ের অডিট এন্ড একাউন্টস অফিসার মিজানুর রহমান হেলাল, চট্টগ্রাম কর্ণফুলী বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমির প্রশাসনিক কর্মকর্তা জিয়াউল হক।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন মাসুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধনার আহ্বায়ক ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মহসিন অপু।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ফাজিলপুরের কৃতি সন্তানদের সংবর্ধনা উপলক্ষে বিশেষ স্মারকের মোড়ক উম্মোচন করা হয়। স্থানীয় আট জন দুস্থ নারীকে সেলাই মেশিন ও ছয় জন দুস্থ অসুস্থ মানুষকে হুইল চেয়ার ও ১৩টি পরিবারকে নগদ আট হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।