চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মুনিম লিংকনের ওপর হামলার ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দিনগত রাতে জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- জীবননগর উপজেলার কাঁটাপোল গ্রামের মৃত তোফাজ্জেল মন্ডলের ছেলে তবিবর রহমান মণ্ডল (৫০), শুকুর আলীর ছেলে জয়নাল হোসেন (৩০), হাসাদাহ গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাহানুর রহমান (২৬) এবং নতুন চাকলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে নয়ন হোসেন (২৫)।
এর আগে, মঙ্গলবার রাতে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মুনিম লিংকন জীবননগর থানায় রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার জন্য একটি মামলা দায়ের করেন।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, ইউএনও এসএম মুনিম লিংকন মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করার পর আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হয়। রাতভর অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাঁটাপোল গ্রামে ইটভাটার মাটিবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মঙ্গলবার দুপুরে মঈদুল নামে এক বাইসাইকেল আরোহী নিহত হন। ঘটনা পরিদর্শনে গেলে বিক্ষুব্ধ গ্রামবাসীর হামলার শিকার হন ইউএনও এসএম মুনিম লিংকন। এসময় তিনি রক্তাক্ত জখম হন।
খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এনটি