ঢাকা: নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আগামী প্রজন্মের মধ্যে তার আদর্শ ও চেতনাকে ছড়িয়ে দিতে হবে।
বুধবার (১৭ মার্চ) রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, যারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, সেই স্বাধীনতাবিরোধীরা কাপুরুষের মতো বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করার চেষ্টা করেছে। সেই কুচক্রী মহলের ষড়যন্ত্র কোনদিনও সফল হয়নি। ষড়যন্ত্রকারীরা এ দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার জন্য ইতিহাস বিকৃত করার তীব্র ষড়যন্ত্র করেও সফল হয়নি। এ দেশের জনগণ কুচক্রী মহলের সে ষড়যন্ত্র সফল হতে দেয়নি।
বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ওপর আলোকপাত করে মন্ত্রী বলেন, যতদিন পৃথিবী থাকবে ততদিন বঙ্গবন্ধুর আদর্শ টিকে থাকবে। বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্তা উন্মোচনের মহানায়ক। বঙ্গবন্ধুকে হত্যা করার পর দীর্ঘ ২১ বছর ছিল বাঙালির জন্য অন্ধকারের যুগ। ১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে একের পর এক অসম্ভবকে সম্ভব করে দেশের জন্য, দেশের মানুষের জন্য সর্বক্ষেত্রে সফলতা এনে দিয়েছেন।
এর আগে মন্ত্রী সমাজসেবা অধিদপ্তর প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং ১০১টি বেলুন উড়িয়ে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী সরকারি শিশু নিবাসের শিশুদের নিয়ে ১০১ পাউন্ডের কেক কাটেন।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব বেগম মাহফুজা আখতার।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
জিসিজি/এমজেএফ