ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চাটমোহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
চাটমোহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা চাটমোহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা। ছবি: বাংলানিউজ

পাবনা: পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারকে নগদ টাকা, খাদ্য সামগ্রীসহ ঘর নির্মাণে বিভিন্নভাবে সহযোগিতা করেছে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান।

শুক্রবার (১৯ মার্চ) সকাল ১১টায় ক্ষতিগ্রস্তদের দেখতে যান উপজেলা চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট সোসাইটি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাস্টার।

তিনি ব্যক্তিগত তহবিল থেকে নগদ দশ হাজার টাকা দেন ক্ষতিগ্রস্তদের। এছাড়া রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে দুইটি তাঁবু, ১৩টি কম্বল, ১৩টি পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন তিনি। সেইসঙ্গে ক্ষতিগ্রস্তদের পানি সরবরাহের জন্য একটি সাবমারসিবল পাম্প স্থাপন করে দেওয়ার ঘোষণা দেন। এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আতিকুর রহমান আতিক তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ দশ হাজার টাকা প্রদান করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আতিকুর রহমান আতিক, ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, পাঁচ নম্বর ইউপি সদস্য আফসার আলী। এসময় রেডক্রিসেন্ট সোসাইটি পাবনার ইউনিট লেভেল অফিসার দেলোয়ার হোসেন, অফিস সহকারি আরিফ হোসেন, যুব রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি এ সময় ঘর নির্মাণের জন্য প্রতিটি পরিবারকে ঢেউটিন এবং প্রতি বান্ডিল টিনের জন্য নগদ তিন হাজার টাকা প্রদানের আশ্বাস দেন। এর আগে বৃহস্পতিবার তিনি তাৎক্ষণিকভাবে শুকনো খাবার বিতরণ করেন।

একইদিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা। তিনি ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে ৩০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন।

বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লা নগদ নয় হাজার টাকা প্রদান করেন ক্ষতিগ্রস্তদের সহায়তায়। এছাড়াও এলাকার সামর্থবান ব্যক্তিরা ইতিমধ্যে অর্ধ লক্ষাধিক টাকা সহযোগিতা করেছেন।

এখনও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। অন্যের বাড়িতে চলছে তাদের থাকা-খাওয়া। নেই পড়নের কাপড়-চোপড়। সবার সহযোগিতায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে তারা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।