সাতক্ষীরা: সাতক্ষীরায় ট্রলিচাপায় ইসমাইল হোসেন ওরফে ফিরোজ জোয়াদ্দার (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ মার্চ) দুপুরে সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাটিতে এ দুর্ঘটনা ঘটে।
ইসমাইল হোসেন কলারোয়া পৌরসভার গদখালী গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং কুষ্টিয়া থেকে প্রকাশিত নয়া আলোর কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরীয়তউল্লাহ বাংলানিউজকে জানান, দুপুরে সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে করে কলারোয়ায় ফিরছিলেন ইসমাইল। পথে মাধবকাটিতে একটি ট্রলি তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
আরএ