ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হামিম (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসার জয়নাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হামিম ওই এলাকার হারুন আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, হামিম দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। এক পর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা দেখে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার তাপস কুমার সরকার বাংলানিউজকে জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।