সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুল মাওয়া (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার হাটশিলা গ্রামে এ ঘটনা ঘটে।
বাবা রিপন মিয়া বাংলানিউজকে জানান, সকালে পাশের দোকান থেকে মিষ্টি কেনার জন্যে যায় জান্নাতি। এদিকে ফিরে আসতে দেরি হলে তার মা মলিকা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে জান্নাতির নিথর দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক মেয়েকে নিয়ে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এসআরএস