মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাস্টদহ গ্রাম থেকে একটি ককটেল জব্দ করেছে পুলিশ ।
শুক্রবার (১৯ মার্চ) সকালে গ্রামের একটি জামে মসজিদের পাশ থেকে ককটেলটি জব্দ করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বাংলানিউজকে জানান, সকালে কাস্টদহ গ্রামে জামে মসজিদের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেলটি দেখে গ্রাম পুলিশকে জানায় স্থানীয়রা। পরে গ্রাম পুলিশ থানায় বিষয়টি জানায়। পরে ঘটনাস্থল থেকে ককটেলটি জব্দ করে পানি ভর্তি বালতিতে চুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি জানান, স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরির জন্য কেউ ককটেলটি রাখতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এসআরএস