বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার ভীমেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের প্রবাসী আকবার সরদারের মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর (১৬) সঙ্গে পার্শ্ববর্তী কালকিনি উপজেলার ফাসিয়াতলা গ্রামের মোশারফ সরদারের ছেলে সোহাগ সরদারের শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়।
বাল্যবিয়ের খবর পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস থানা পুলিশ নিয়ে ওই বাড়িতে হাজির হন।
এ সময় কনের বয়স কম হওয়ায় তার বাবা আকবার সরদারকে ২৫ হাজার টাকা জরিমানা করে তা আদায়সহ লিখিত মুচলেকা নেওয়া হয়। একইসঙ্গে বর পক্ষকে মোবাইল ফোনে বরযাত্রী নিয়ে আসতে বারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এমএস/আরবি