কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬৩) এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেল পথের উপজেলার জগন্নাথপুর আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার জগন্নাথপুর আউটার সিগন্যাল এলাকায় এক নারী ট্রেনে কাটা পড়ে। খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় অজ্ঞাত ওই নারীকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এসআরএস