বেনাপোল (যশোর): বেনাপোল পাঠবাড়ি হরিদাস ঠাকুরের আশ্রমে মন্দির ও নাট মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) দুপুরে পাঠবাড়ি আশ্রম চত্বরে মন্দিরের ভিত্তি স্থাপন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য (এমপি)।
জানা যায়, বেনাপোলের এ হরিদাস ঠাকুরের পাঠবাড়ি আশ্রমটি যশোর জেলার সবথেকে বড় মন্দির। এটি সাড়ে ৫শ বছরের পুরোনো মন্দির। এখানে প্রতি বছর একদিনে হরিদাস ঠাকুরের তীর্থ যাত্রায় প্রায় ৫০ হাজার ভক্তের সমাগম হয়। এ মন্দিরটিতে সাড়ে ৫শ বছরের পুরোনো ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে। এই ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য এ মন্দিরটি পুনরায় নতুন রুপে গড়ে তোলা হচ্ছে।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যশোর -১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন (এমপি), শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
আরএ