পিরোজপুর: করোনার বিস্তার রোধে মুখে মাস্ক পরিধান না করায় পিরোজপুরের কাউখালী উপজেলায় ২৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৯ সার্চ) উপজেলা সদরের বাজারের দক্ষিণ ও উত্তর বাজারে অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও মোছাম্মাৎ খালেদা খাতুন রেখা বাংলানিউজকে জানান, দেশে আবারও করোনার প্রকোপ বেড়েছে। এ সময় এর সংক্রমণ এড়াতে মুখে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা একান্ত প্রয়োজন। তাই জনসচেতনতা বৃদ্ধি করতে অভিযান চালানো হয়। অভিযানে ওই দুই বাজারে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাস্ক পরিধান না করায় ২৬ জন পথচারীকে ১ হাজার ৬৭০ টাকা জরিমানা করা হয়। এ সময় বিনামূল্যে শতাধিক মাস্কও বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এসআরএস