ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কর্মপরিবেশ নিশ্চিতে আইএলওকে মূল ভূমিকা নিতে হবে: প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
কর্মপরিবেশ নিশ্চিতে আইএলওকে মূল ভূমিকা নিতে হবে: প্রতিমন্ত্রী

ঢাকা: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, শোভন কর্মপরিবেশ এবং শ্রমিকের মৌলিক অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ঘোষণার উদ্দেশ্যগুলো উপলব্ধি করে সদস্য দেশগুলোকে সহায়তার ক্ষেত্রে আইএলওকে মূল ভূমিকা নিতে হবে।

শুক্রবার (১৯ মার্চ) রাতে আইএলও'র গভর্নিং বডির ৩৪১তম সেশনে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারির কারণে অনেক লোক আজ কর্মহীন, কারখানাগুলো চলছে খুঁড়িয়ে, সারা বিশ্বের অর্থনীতি একপ্রকার লাইক সাপোর্টে। এ অবস্থায় আমরা সর্বাত্মক চেষ্টা করছি, মানুষের জীবন বাঁচাতে এবং শ্রমিকদের চাকুরি রক্ষায়। আমাদের পাবলিক তহবিলের সর্বোত্তম ব্যবহার করতে হবে। বর্তমান পরিস্থিতিতে একজনও নিরাপদ নয়, যতক্ষণ না আমরা সবাই নিরাপদ হচ্ছি। এজন্য আমাদের সবাইকে একসঙ্গে নিদিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।

এসময় প্রতিমন্ত্রী জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, জাতির জনক সারা বিশ্বে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। আইএলও'র সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বর্তমান সরকার বঙ্গবন্ধুর সে স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।