ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শাল্লায় হামলার ঘটনায় গ্রেফতার ২২ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
শাল্লায় হামলার ঘটনায় গ্রেফতার ২২ জন কারাগারে

সুনামগঞ্জ: সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু অধ্যুষিত গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার হওয়া ২২ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহান।

এর আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে ও শুক্রবার সকালে তাদের গ্রেফতার করে শাল্লা ও দিরাই থানার পুলিশ।

সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সেলিম নেওয়াজ বাংলানিউজকে বলেন, গ্রেফতার আসামিদের আদালতে নিয়ে আসা হলে আসামিপক্ষের আইনজীবী তাদের জামিন আবেদন করেন। এসময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, দুই মামলায় ২২ জনকে আমরা আদালতে পাঠিয়েছি। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টায় অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।