বাগেরহাট: বাগেরহাটের রামপালে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. আশিকুজ্জামান তুফান (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তুফান খুলনার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের জিএম আব্দুর রশিদের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ মার্চ) বিকেলে ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে তুফানকে আটক করে র্যাব-৬ খুলনার সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আশিকুজ্জামান তুফানকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
ওএইচ/