চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে গলায় জ্যান্ত কৈ মাছ আটকে শিমুল (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শিমুল পৌর এলাকার এনায়েতপুর গ্রামের বজেন্দ্র ডাক্তার বাড়ীর বিরেন্দ্রের ছেলে।
শুক্রবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর অবস্থায় নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোয়েব আহম্মদ চিশতী বাংলানিউজকে বলেন, শিমুল মাছ ধরতে পুকুরে নামেন। একপর্যায়ে একটি কৈ মাছ ধরে মুখে রাখেন। এসময় পায়ের নিচে আরেকটি মাছ অনুভব করলে সেটি ধরতে গেলে মুখে থাকা কৈ মাছটি গলায় আটকা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
তিনি বলেন, এ হাসপাতালের চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু পথেই শিমুলের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
ওএইচ/