ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বার্ন ইনস্টিটিউটের বাথরুমে দগ্ধ কর্মচারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
বার্ন ইনস্টিটিউটের বাথরুমে দগ্ধ কর্মচারীর মৃত্যু

ঢাকা: শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মিলন (২৭) নামে এক দগ্ধ কর্মচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২০ মার্চ) সকালে তিনি মারা যান।

গত এক বছর ধরে মিলন ইনস্টিটিউটের রিসিপশনে কাজ করতেন। মিলনের বাড়ি রাজশাহী জেলায়। তার বাবার নাম ইউসুফ।

এর আগে শুক্রবার (১৯ মার্চ) দিনগত রাত পৌনে একটার দিকে মিলন ইনস্টিটিউটের নিচতলায় বাথরুমে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন।

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা যায়, আউটসোর্সিংয়ে গত এক বছর ধরে ইনস্টিটিউটে রিসিপশনে কাজ করতেন মিলন। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। শুক্রবার (১৯ মার্চ) দিনগত রাত পৌনে একটার দিকে হুইল চেয়ার নিয়ে বাথরুমে যান মিলন। পরে বাথরুম থেকে তাকে দগ্ধ অবস্থায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সকালে তার মৃত্যু হয়।

সূত্রে আরো জানা যায়, মিলন ঋণগ্রস্ত ছিলেন। এদিকে কর্মস্থলে তার গত কয়েক মাসের বেতনও বকেয়া ছিল। শুক্রবার দিনগত রাতে তিনি বাথরুমে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হুসাইন ইমাম ইমু বাংলানিউজকে জানান, মিলন নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে আমরা জানতে পেরেছি।

এক প্রশ্নের জবাবে ইমু বলেন, বেতন ও ভাতার দাবিতে মিলন নিজের গায়ে আগুন লাগিয়েছেন কি-না সে বিষয় আমার জানা নেই। আমরা ঘটনাটি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারা ব্যবস্থা নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।