ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শিমুলিয়াঘাটে ৪ লাখ চিংড়ির রেণু জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
শিমুলিয়াঘাটে ৪ লাখ চিংড়ির রেণু জব্দ জব্দ করা চিংড়ি রেণু। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে যাত্রীবাহী একটি বাস থেকে ৪ লাখ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে।  

চট্টগ্রাম থেকে খুলনাগামী বেপারি পরিবহনের যাত্রীবাহী বাস থেকে ১৬টি ড্রামে ১২ লাখ টাকার রেণু জব্দ করেছে পদ্মাসেতু কম্পোজিট স্টেশনের কোস্টগার্ড সদস্যরা।

শনিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে লৌহজং উপজেলার পদ্মা নদীতে এসব রেণু অবমুক্ত করা হয়েছে। এর আগে রাত ২টার দিকে অভিযান চালিয়ে এ রেণু জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।

পদ্মাসেতু কম্পোজিট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসটির মালামাল রাখার জায়গায় তল্লাশি চালায় কোস্টগার্ডের সদস্যরা। এসময় ভেতর থেকে ১৬টি ড্রামে গলদা চিংড়ির রেণু পাওয়া যায়। মালিককে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। যাত্রী থাকায় বাসটিকে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত রেণু লৌহজংয়ের পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।