ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মতলবে জাটকা পাচারকারী গাড়িচালকসহ ৩ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
মতলবে জাটকা পাচারকারী গাড়িচালকসহ ৩ জনের কারাদণ্ড

চাঁদপুর: লক্ষ্মীপুর জেলা থেকে ঢাকায় জাটকা পাচারকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে আটক পিকআপভ্যানের চালকসহ তিন পাচারকারীকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ মার্চ) সকালে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীস দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- জাটকা পাচারকারী লক্ষ্মীপুর জেলার মো. কাজির হোসেন (৩৫), বিল্লাল হোসেন (২৮) ও গাড়িচালক শাহীন ইসলাম (২৫)।

মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বাংলানিউজকে বলেন, লক্ষ্মীপুর থেকে ঢাকায় বিক্রির উদ্দেশে জাটকাগুলো পিকআপভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোর সোয়া ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীস দাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শ্রীরায়েরচর বাংলাবাজার এলাকা থেকে পিকআপভ্যান থেকে দুই হাজার কেজি জাটকা জব্দ করে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীস দাশ বাংলানিউজকে বলেন, জব্দকৃত জাটকা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের উপস্থিতিতে স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া জব্দকৃত গাড়ি ও অন্যান্য মালামাল থানা হেফাজতে রাখা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের চাঁদপুর আদালতে পাঠানো হবে।

জনস্বার্থে উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে এবং সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সময়ে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।