ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবন থেকে উদ্ধার বাঘের ময়নাতদন্ত শেষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
সুন্দরবন থেকে উদ্ধার বাঘের ময়নাতদন্ত শেষ সুন্দরবন থেকে উদ্ধার করা মৃত বাঘ। ছবিটি : বাংলানিউজ

বাগেরহাট: সুন্দরবনের নদীর চর থেকে উদ্ধার হওয়া বাঘের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। শনিবার (২০ মার্চ) সকালে মোরেলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিএম আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসের সামনে এ ময়নাতদন্ত করা হয়।

 

এসময় শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মো. মফিজুর রহমানসহ বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোরেলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিএম আব্দুল কুদ্দুস বলেন, আমরা মৃত বাঘটির ময়নাতদন্ত শেষ করেছি। বাঘটির শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করছি বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে। অন্তত ৫ দিন আগে বাঘটি মারা গেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে মারা যাওয়ার কারণে বাঘটির অনেক অঙ্গই পচে গেছে। তারপরও আমরা গুরুত্বপূর্ণ কিছু আলামত সংগ্রহ করেছি। এই আলামতগুলো রাজধানীস্থ বনবিভাগের ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। সেখানের রিপোর্টে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন বলেন, ময়নাতদন্ত শেষে রেঞ্জ অফিস সংলগ্ন বনে বাঘটির মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।