ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্যবিধি মানতে বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
স্বাস্থ্যবিধি মানতে বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে অভিযান। ছবি: বাংলানিউজ

বরিশাল: করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতামূলক কার্যক্রম ও স্বাস্থ্যবিধি মানাতে বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) বেলা ১১টায় নগরের সদররোড, চকবাজার, ফলপট্টি, কাঠপট্রি, বাজাররোড, নথুল্লাবাদ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ও এসএম রাহাতুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।



বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের সহযোগিতায় উভয়ের অভিযানে স্বাস্থ্যবিধি অমান্যকারী ১৫ জনকে ৩ হাজার ৮ শ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে যাদের মাস্ক নেই তাদের মধ্যে মাস্ক বিতরণ করছেন।  

এদিকে মাস্ক না পরায় যেসব জনতাকে জরিমানা করা হয়েছে তারা বলছেন, এরপর ঘর থেকে বেরোলে মাস্ক পরবে রীতিমত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দারের নির্দেশে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।