বরগুনা: গভীর সাগরে পড়ে নিখোঁজ হওয়ার চারদিন পর মো. রুবেল নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালীর এলাকা সংলগ্ন একটি চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুবেল পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা আমগাছিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।
গত ১৬ মার্চ বরগুনার পাথরঘাটা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম সুন্দরবন সংলগ্ন মান্দারবাড়িয়া এলাকায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার রত্তন ফরাজীর মালিকানা একটি টলারে ১০ জন জেলে বড়শি ফেলে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পরে বড়শি টানার সময় অসাবধানবশত দুই জেলে সাগরে পড়ে যান। ঘণ্টাখানেক পর রাজু নামে এক জেলেকে উদ্ধার করা হলেও নিখোঁজ থাকনে রুবেল। পরে সমিতির পক্ষ থেকে উদ্ধারের চেষ্টা করেও তার খোঁজ মেলেনি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সুন্দরবন কচিখালী সংলগ্ন চরে স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে দুবলার চর ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল হোসেনকে জানায়। পরে তার কাছ থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পারি এবং সমিতির পক্ষ থেকে স্বজনদের সঙ্গে নিয়ে মরদেহ আনার জন্য একটি ট্রলার পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এসআরএস