ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাজহারুল আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাজহারুল আর নেই মাজহারুল ইসলাম ভূঁইয়া কাঞ্চন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম ভূঁইয়া কাঞ্চন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

শনিবার (২০ মার্চ) ভোরে দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মাজহারুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।  

মাজহারুল ইসলাম ভূঁইয়া কাঞ্চন কিশোরগঞ্জ পৌরসভার দুই মেয়াদে মেয়র ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কিশোরগঞ্জ শহর আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বাদ আসর আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বত্রিশ এলাকায় (নরসুন্দা সড়ক) পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।