কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মো. মোস্তফা (২৯) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ মার্চ) সকালে তাড়াইল-করিমগঞ্জ সড়কের তাড়াইল উপজেলার করাতি গ্রামের সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোস্তফা (২৯) তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ মার্চ) রাত থেকে মোস্তফা নিখোঁজ ছিলেন। শনিবার সকালে তার হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বাংলানিউজকে জানান, মোস্তফাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এসআরএস