মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের স্থানীয় খেঁয়াঘাট বাজার এলাকায় চালকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে কথা কাটাকাটি জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের খেঁয়াঘাট বাজারে এ ঘটনা ঘটে।
এখন ওই এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয় একটি সূত্র।
জানা যায়, রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কুশিয়ারা খেঁয়াঘাট এলাকায় অটোরিকশাচালকের সঙ্গে ভাড়া নিয়ে যাত্রীদের কথা কাটাকাটি হয়। এর জেরে ইউনিয়নের সাদাপুর ও তুলাপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। তবে, আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। এ ঘটনার সময় বেশ কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়েছে।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এখন পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় পুলিশের ৬০ জন সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
বিবিবি/এএটি