ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পরশুরামে গাছ পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
পরশুরামে গাছ পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

ফেনী: ফেনীর পরশুরাম-সুবার বাজার সড়কে গাছ কাটার সময় গাছ পড়ে মোটরসাইকেল আরোহী মো. গোফরানের (৩৫) নিহত হয়েছেন।  

শনিবার (২০ মার্চ) দুপুর ১টার দিকে এ দুঘটনা ঘটে।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত গোফরান পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মধু গ্রামের শিশু মিয়ার ছেলে। পেশায় সে ইলেট্রিশিয়ান।  

পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুল খালেক বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে  ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।