ফেনী: ফেনীর পরশুরাম-সুবার বাজার সড়কে গাছ কাটার সময় গাছ পড়ে মোটরসাইকেল আরোহী মো. গোফরানের (৩৫) নিহত হয়েছেন।
শনিবার (২০ মার্চ) দুপুর ১টার দিকে এ দুঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গোফরান পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মধু গ্রামের শিশু মিয়ার ছেলে। পেশায় সে ইলেট্রিশিয়ান।
পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুল খালেক বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এসএইচডি/কেএআর