ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

১৫ বছর আগে বন্যায় ভেঙে যাওয়া সেতু নির্মাণের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
১৫ বছর আগে বন্যায় ভেঙে যাওয়া সেতু নির্মাণের দাবি মানববন্ধন

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার থেকে কালিরবাজার রাস্তায় ১৫ বছর আগে বন্যায় ভেঙে যাওয়া সেতুটি নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার  (২০ মার্চ) দুপুরে ভেঙে যাওয়া সেতুর স্থলে এলাকাবাসীর উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোর নিচে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গিদারী শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, গাইবান্ধা সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা সিপিবির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জাহাঙ্গীর মাস্টার, জাহাঙ্গীর মণ্ডল প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ২০০৫ সালে এলজিইডি নির্মিত সেতুটি বন্যার পানির তোড়ে ভেসে যায়। কিন্তু সেখানে আজও নতুন কোনো সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। ইউনিয়নবাসী এই পথে গিদারী ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ হাটবাজার, স্কুল, মাদ্রাসায় যাতায়াত করে তারপরেও ব্রিজটি নির্মাণে কোনো চিন্তা-ভাবনা নেই। এলাকাবাসী নিরুপায় হয়ে বাঁশ দিয়ে নিজেদের উদ্যোগে সাঁকো নির্মাণ করে চলাচল করলেও এতে যানবাহন পারাপার হতে পারে না। নড়বড়ে বাঁশের সাঁকোটি ঝুঁকিপূর্ণ হয়ে আছে। দ্রুত সেতু নির্মাণ না করা হলে প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।