ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে পিকআপভ্যানের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
পার্বতীপুরে পিকআপভ্যানের ধাক্কায় পথচারী নিহত

নীলফামারী: দিনাজপুরের পার্বতীপুরে পিকআপভ্যানের ধাক্কায় চয়ন মোল্লা (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।  

শনিবার ( ২০ মার্চ) সকালের দিকে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার্বতীপুর উত্তর পশ্চিম সম্প্রসারণ প্রকল্প হ্যাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চয়ন পার্বতীপুর শহরের হলদিবাড়ি রেল কলোনির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন পথচারী চয়ন। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল-মামুন বাংলানিউজকে জানান, ঘাতক পিকআপভ্যানটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।