নীলফামারী: দিনাজপুরের পার্বতীপুরে পিকআপভ্যানের ধাক্কায় চয়ন মোল্লা (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার ( ২০ মার্চ) সকালের দিকে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার্বতীপুর উত্তর পশ্চিম সম্প্রসারণ প্রকল্প হ্যাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন পথচারী চয়ন। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল-মামুন বাংলানিউজকে জানান, ঘাতক পিকআপভ্যানটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এসআরএস