ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে অর্ধ কোটি ভারতীয় মুদ্রাসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
শাহজালালে অর্ধ কোটি ভারতীয় মুদ্রাসহ যাত্রী আটক

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ধ কোটিরও বেশি ভারতীয় মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস।

শনিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিমানবন্দরের গ্রীন চ্যানেল থেকে ওই যাত্রীকে আটক করা হয়।

পাসপোর্ট অনুযায়ী আটক যাত্রীর নাম ফকরুল ইসলাম। সে চাঁদপুরের বাসিন্দা।  

কাস্টম হাউস ঢাকা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪০৪৮ ফ্লাইটে করে দুবাই থেকে ঢাকা আসেন ফকরুল ইসলাম। পরবর্তীতে কাস্টমস হলে রেড চ্যানেলে এসে তার কাছ থেকে দুটি স্বর্ণের বার ও স্বর্ণালংকারের ব্যাগেজ ঘোষণা প্রদান করেন ও শুল্ক কর আদায় করে গ্রীন চ্যানেল অতিক্রম করার চেষ্টা করেন।  

যাত্রী কাস্টমস গ্রীন চ্যানেল অতিক্রমের সময় গোপন সংবাদ থাকায় যাত্রীর কাছে কোনো ধরনের বৈদেশিক মুদ্রা আছে কিনা জানতে চাওয়া হলে যাত্রী তা অস্বীকার করেন এবং গ্রীন চ্যানেল অতিক্রমের চেষ্টা করেন। পরবর্তীতে যাত্রীর সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যানিং করলে ব্যাগেজে মুদ্রা সদৃশ বস্তু দেখতে পাওয়া যায়।  

যাত্রীকে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে যাত্রীর ব্যাগ তল্লাশি করে মোট ৫০ লাখ দুই হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় টাকার পরিমাণ আনুমানিক ৫৮ লাখ ৫২ হাজার ৩৪০ টাকা।

ঘোষণা ছাড়া ও লুকানোর কারণে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন ভঙ্গ হয়েছে। এ ব্যাপারে আটক যাত্রীকে শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
টিএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।