ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় এম এ রাজ্জাক খান রাজকে সংবর্ধনা দিলো এলাকাবাসী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
চুয়াডাঙ্গায় এম এ রাজ্জাক খান রাজকে সংবর্ধনা দিলো এলাকাবাসী

ঢাকা: বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজকে গণসংবর্ধনা দিয়েছে চুয়াডাঙ্গাবাসী।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিজ এলাকায় সফরকালে এই সংবর্ধনা দেওয়া হয়।



স্থানীয় সংসদ সদস্য সোলায়মান হক জোয়াদ্দার ছেলুনের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রবীণ ও নবীন নেতাদের, স্থানীয় মুক্তিযোদ্ধারা এম এ রাজ্জাক খান রাজকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধনায় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনসহ দলমত নির্বিশেষে সব পেশার মানুষের অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়। তৃণমূল আওয়ামীলীগের মুজিব প্রেমিক প্রবীণ নেতাকর্মী ও সাধারণ মানুষ উচ্ছ্বাসিত ভালোবাসায় বরণ করে নেয় তাকে।

এম এ রাজ্জাক খান রাজ নিজের এলাকায় পৌঁছেই প্রথমে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে তিনি স্থানীয় সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ সোলায়মান হক জোয়াদ্দার ছেলুন ও পৌর মেয়র জনাব জাহাঙ্গীর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বস্তরের জনগণের সঙ্গে মিলিত হন।

এসময় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে এম এ রাজ্জাক খান রাজ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালন করা হচ্ছে। আমরা সবাই যে যার জায়গা থেকে জাতির পিতার জন্ম শতবর্ষ পালন করবো এবং দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে তুলব।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।