মেহেরপুর: বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মেহেরপুরে সাত গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২০ মার্চ) বিকেলে গাংনী শচিন্দ্রনাথ বিশ্বাস ফাউন্ডেশন এ সাত গুণীজনকে সংবর্ধনা দেয়।
সংবর্ধিতরা হলেন- সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, সাহিত্যে বিশেষ অবদানের জন্য কথা সাহিত্যিক রফিকুর রশিদ, নারী নেতৃত্বে নুরজাহান বেগম, রাজনীতিতে মুরহুম জালাল উদ্দীন (মরণোত্তর), সংগীতে ওস্তাদ রতন সরকার, আইন পেশায় বিশেষ অবদান রাখায় মেহেরপুর জজকোর্টের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় শিক্ষক তরিফা নাজনীন।
শচিন্দ্রনাথ নাথ বিশ্বাস ফাউন্ডেশনের সভাপতি অশোক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে গুণীজন সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক।
অনুষ্ঠানে প্রধান উদ্বোধক ছিলেন সাবেক এমপি মকবুল হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক অনুপ কুমার নন্দী।
বিশেষ অতিথি ছিলেন- গাংনী পৌর মেয়র আহমেদ আলী, ইসলামি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক অরবিন্দ সাহা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর গৌতম কুমার দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সুধীর কুমার শর্মা, ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ধনঞ্জয় কুমার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক প্রসেনজিৎ বোস।
গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশের সঞ্চালনায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- পূজা উদযাপন কমিটির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নরেন্দ্র নাথ সাহা, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এনটি