ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় তিনটি হাত বোমসহ নওশাত নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ২ নম্বর আমগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।
উপজেলার নন্দগাঁও গ্রামের মৃত আকিম উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম জাহিদের বাড়িতে ফ্লিমি স্ট্যাইলে ডাকাতি করে নগদ ৪ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণলংকারসহ মোট অনুমানিক প্রায় ৮ লাখ টাকা নিয়ে যায়। বাড়ির মালিক জাহিদ বলেন, ডাকাত ডাকাত বলে আমি চিৎকার দিয়ে তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন আমার বাড়িতে আসে। এ সময় ডাকাত দলকে আটকের চেষ্টা করলে বোম মেরে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে দ্রুত ঘটনাস্থলে ত্যাগ করে। পরে হরিপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আওরঙ্গজেব বাংলানিউজকে বলেন, দুপুরে সন্দেহভাজন নওশাত নামে এক যুবককে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। খুব দ্রুত এ ঘটনার তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এনটি