সাতক্ষীরা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাসহ প্রস্তুতি পর্যবেক্ষণে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
শনিবার (২০ মার্চ) বেলা ১২টায় যশোরেশ্বরী কালী মন্দিরের নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি।
মন্দির প্রাঙ্গণে হাইকমিশনার প্রবেশ করার সঙ্গে সঙ্গে শঙ্খর ধ্বনি, উলুধ্বনি, ঢাকঢোল পিটিয়ে তাকে বরণ করে নেন দেবীর সাপ্তাহিক পূজা দিতে আসা ভক্তরা। এসময় তিনি সাপ্তাহিক পূজায় অংশ নিয়ে পূজা দেন।
পরবর্তীকালে তিনি ভারতের প্রধানমন্ত্রীর জন্য নির্মিত বিশ্রামাগার, মন্দির প্রাঙ্গণ, মন্দিরের নবনির্মিত রাস্তা এবং হেলিপ্যাড পরিদর্শন করেন। এরপর তিনি মুঘল আমলে নির্মিত ঐতিহাসিক শাহী মসজিদ পরিদর্শন করেন এবং মসজিদটির ভিতরে প্রবেশ করে নির্মাণ শৈলী অবলোকন করেন।
এসময় তার সফর সঙ্গী ছিলেন সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না, প্রটোকল অফিসার অমরিশ কুমার, এডিশনাল ডিআইজি (ক্রাইম) নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর গিফারী, সহকারী কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা, বংশীপুর ঐতিহাসিক শাহী মসজিদের সভাপতি আবুবকর সিদ্দিক, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিএম শোকর আলী প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র পীঠস্থান যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করবেন এবং পূজায় অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এনটি