ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে রমজানের আগেই প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেল প্রদানের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
যশোরে রমজানের আগেই প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেল প্রদানের দাবি যশোরে রমজানের আগেই প্রাথমিক শিক্ষকদের টাইম স্কেল প্রদানের দাবি। ছবি: বাংলানিউজ

যশোর: রমজান মাসের আগেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের টাইন স্কেল (বেতন বৃদ্ধি) প্রদানের দাবি জানানো হয়েছে।

শনিবার (২০ মার্চ) দুপুরে খুলনা বিভাগের ১০ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রতিনিধি সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।

যশোর শহরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ‘২০১৪ সালের ৯ মার্চ থেকে ২০১৫ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্য টাইম স্কেল সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ’ শীর্ষক আলোচনা করা হয়।

আলোচনায় শিক্ষক প্রতিনিধিরা বলেন, আসছে রমজান মাসের আগেই প্রধান শিক্ষকদের টাইম স্কেল সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে হবে। টাইম স্কেল বাস্তবায়ন না হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা প্রতি মাসে তিন থেকে ১২ হাজার টাকা কম বেতন পাচ্ছেন। এদিকে দ্রব্যমূল্য বেড়েছে। সংসার খরচও বেড়েছে। এ অবস্থায় টাইম স্কেল না দেওয়ায় আমাদের কষ্টে দিন কাটাতে হচ্ছে।

সম্মেলনে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. বদিয়ার রহমান, সমিতির সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম, একেএম নাজমুল ইসলাম, মো. রবিউল ইসলাম, এনামুল হক, শামীম আক্তার, গোলাম আলী আবেদ, নিত্যানন্দ ও আনোয়ারা খাতুন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
ইউজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।