ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়িতে ২ ব্যবসায়ী গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
বাঘাইছড়িতে ২ ব্যবসায়ী গুলিবিদ্ধ বাঘাইছড়িতে দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন থেকে ফেরার পথে দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।  

শনিবার (২০মার্চ) বিকেলের দিকে ইউনিয়নের এগুজ্জেছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত ব্যবসায়ীরা হলেন- মো. মিজান (৩২) ও মো. সাগর আলী (৩৫)। দু’জনের বাড়ি বাঘাইহাট সাজেক ইউনিয়নে।

পুলিশ জানায়, সাজেক পর্যটন এলাকা থেকে মোটরসাইকেলে করে বাঘাইহাট আচ্ছিলেন  মিজান ও সাগর। পথে এগুজ্জাছড়ি এলাকায় এলে হঠাৎ তাদের শরীরে শর্টগানের গুলি এসে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে মাচালং আর্মি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে বাঘাইহাট নিয়ে আসা হয়।  

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাফিল বাংলানিউজকে জানান, টাকা ছিনতাই করার জন্য এমন ঘটনা ঘটতে পারে বলে আহত দু’জনের প্রাথমিক ধারণা। তবে তদন্ত করে ঘটনার বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।