গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর সুলতান মার্কেট এলাকায় মনি ফ্যাশন নামে একটি সুতা তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, বিকেলে কাশিমপুর সুলতান মার্কেট এলাকায় মনি ফ্যাশন নামে একটি সুতা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ইপিজেড ও ডিবিএল ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনে টিনশেডের তৈরি কারখানার গুদাম ও তুলা তৈরির ঝুট পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
আরএস/আরবি