হবিগঞ্জ: পারিবারিক কলহের জের ধরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গেদুনি বেগম (৫২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন তার স্বামী সাজিদ উল্লা (৬০)।
শনিবার (২০ মার্চ) দুপুরে এ হত্যার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজিদ ও গেদুনির সংসারে একমাত্র ছেলে প্রবাসে। পরিবারের অর্থনৈতিক অবস্থাও তাদের ভালো। তবে কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। শনিবারও তাদের দু’জনের বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লাঠি দিয়ে গেদুনির মাথায় একাধিক আঘাত করেন সাজিদ। এতে ঘটনাস্থলেই গৃহবধূর মৃত্যু হয়।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে বিকেলে পাষণ্ড স্বামী সাজিদকে তার বাড়ি থেকেই আটক করা হয়েছে। গৃহবধূ গেদুনির মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেন দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এসআরএস