ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের চার সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২০ মার্চ) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি মিরপুর বিভাগ।
ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, বিকেলে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটটি চোরাই গাড়িসহ চারজনকে আটক করেছে ডিএমপির ডিবি মিরপুর বিভাগ। তারা সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের সদস্য।
আগামী রোববার (২১ মার্চ) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
পিএম/আরবি