ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

৮ চোরাই গাড়িসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
৮ চোরাই গাড়িসহ আটক ৪

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের চার সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২০ মার্চ) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি মিরপুর বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে আটটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, বিকেলে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটটি চোরাই গাড়িসহ চারজনকে আটক করেছে ডিএমপির ডিবি মিরপুর বিভাগ। তারা সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের সদস্য।

আগামী রোববার (২১ মার্চ) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।